Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০১৯

টেক্সটাইল ফিজিক্স বিভাগের কর্মকান্ড old

 

ক)     ফিজিক্স ডিপার্টমেন্টঃ

 

১। এই ডিপার্টমেন্ট পাটের যথাযথ এবং বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য পাট ও অন্যান্য প্রাকৃতিক ও কৃত্রিম আঁশের ভৌত, যান্ত্রিক, বৈদ্যুতিক, তাপ, আলো ও শব্দ সংক্রান্ত গুনাগুন নির্ণয় ও অাঁশের আভ্যন্তরীন গঠনের প্রকৃতি সম্পর্কে গবেষণা করে থাকে।

২।পাটের সংগে কৃত্রিম আঁশ সফলভাবে মিশ্রন করার লক্ষ্যে যথাযথ মিশ্রণ পদ্ধতি, মিশ্রণের অনুপাত এবং মিশ্রণ উপযোগী আঁশ নির্ণয় করার গবেষণা কার্যক্রমও এ ডিপার্টমেন্ট পরিচালনা করে থাকে।

৩।জুট রিইনফোর্সড কম্পোজিট, পলিথিনের বিকল্প পাট পন্য এবং পাট আঁশ হতে স্বল্প মূল্যের চিকন সূতা উদ্ভাবন এবং তার গুনাগুন নির্ণয় করার কাজও এই ডিপার্টমেন্টের অন্তর্ভূক্ত। এই ডিপার্টমেন্টে পাট ও পাট বস্ত্র এবং অন্যান্য টেক্সটাইল আইটেমের গুনাগুন নির্ণয় করে থাকে।

 

খ)     টেস্টিং এন্ড স্ট্যান্ডার্ডডাইজেশন ডিপার্টমেন্টঃ

১। বিদ্যমান টেস্টিং ডিপার্টমেন্টে প্রধান কাজ হচ্ছে পাট আঁশ, সুতা,বস্ত্র, কম্বল ও কার্পেটের নানাবিধ শক্তি, সুক্ষতা রেজিলিয়েন্সি, রৈখিক ঘনত্ব, জলীয় বাষ্প ধারন ক্ষমতা, ক্রীপ ও রিলাক্সেশন, ভৌত, যান্ত্রিক, কারিগরী গুনাগুন ইত্যাদি নির্ণয় করা।

২। অধিকন্তু পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহারিক গুনাগুন ও মান সংক্রান্ত কার্যক্রম ও অত্র ডিপার্টমেন্টের আওতাধীন। পাট আঁশসহ নানাবিধ পাটজাত সামগ্রীর মান নির্ধারন ও নিয়ন্ত্রন করা এই ডিপার্টমেন্টের মূখ্য উদ্দেশ্য।

৩। বিজেআরআই এর কৃষি শাখা থেকে উদ্ভাবিত বিভিন্ন জাতের পাট আঁশের মান নির্ণয় করা, কারিগরী শাখায় উদ্ভাবিত সামগ্রী যেমনঃ- কম্বল, নভোটেক্স ও নভোসেল বস্ত্র, নিটেট ইয়ার্ন ও বস্ত্র নভোটেক্স, ইয়ার্ন এবং নানাবিধ ব্লেন্ডেড সূতা ও কাপড়ের মান যাচাই ও নিরূপন করা।

৪। বাংলাদেশে বিভিন্ন সরকারী পাটকল গুলোতে উৎপাদিত নানাবিধ পাটজাত দ্রব্য সামগ্রীর মান নির্নয় করে থাকে। তাছাড়া সরকারী ও বেসরকারী জুটমিলগুলি বিদেশে যে পাট সূতা, হেসিয়ান কাপড় এবং বিভিন্ন কাজে ব্যবহৃত পাটের ব্যাগ রপ্তানী করে থাকে, প্রয়োজনে তারও মানের সনদ পত্র অত্র ডিপার্টমেন্ট ইস্যু করে।

৫। বাংলাদেশের পাট কার্পেটের মান নির্ধারনের লক্ষ্যে যথাযথ কার্যক্রম পরিচালনা করাও এই ডিপার্টমেন্টের আর একটি লক্ষ্য। পাটসহ অন্যান্য সকল টেক্সটাইল সামগ্রীর মান নিরূপন ও নিয়ন্ত্রনকল্পে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটকে সক্রিয় সহযোগিতা প্রদান করাও এই ডিপার্টমেন্টের অন্যতম লক্ষ্য।

 

গ) ইলেকট্রনিক্স এন্ড ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্টঃ

১।এই শাখা বিজেআরআই এর সকল বিভাগে ল্যাবরেটরীর যন্ত্রপাতি ও মিলের ভারী যন্ত্রপাতির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব পালন করে থাকে।

২। ইহা ছাড়াও বিভিন্ন বিভাগের গবেষণা কাজে সহায়তার জন্য প্রচলিত যন্ত্রপাতির রূপান্ত্ র , উন্নয়ন করা এবং নতুন যন্ত্রপাতি/মেশিন উদ্ভাবন করা এই বিভাগের একটি অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে প্রচলিত কিছু যন্ত্রপাতির রূপান্তরের এবং উন্নয়ন সম্পন্ন হয়েছে।

৩। পাট ও পাটমিশ্রিত বস্ত্রের তাপীয় (থার্মাল) গুনাগুন নিরূপনের যন্ত্র, স্থির বিদ্যুৎ (স্টেটিক ইলেকট্রিসিটি নিরূপনের যন্ত্র, পানি ও জলীয় বাষ্প বিশোষন ক্ষমতা ওয়েটিবিলিটি) নিরূপনের যন্ত্র উদ্ভোবন করা হয়েছে। বর্তমানে এই উদ্ভাবিত যন্ত্রপাতিগুলি বিভিন্ন বিভাগে গবেষণা কাজে ব্যবহৃত হচ্ছে।

 

টেক্সটাইল ফিজিক্স বিভাগের এ পর্যন্ত গবেষণার অর্জিত অগ্রগতি/সাফল্য

টেক্সটাইল ফিজিক্স বিভাগ পাট ও পাট মিশ্রিত দ্রব্যাদি ব্যবহারের লক্ষ্যে পাট ও অন্যান্য প্রাকৃতিক/কৃত্রিম অাঁশ মিশ্রিত সূতা এবং বস্ত্রের ভৌত ও যান্ত্রিক গুনাগুন সংক্রান্ত গবেষণা করে থাকে। অত্র বিভাগ কর্তৃক এ পর্যন্ত গবেষণার অর্জিত অগ্রগতি/সাফল্য নিম্নে উল্লেখ করা হলো।

ক্রমিক নং

কার্যক্রমের নাম

গুনাগুন/বৈশিষ্ট্য

০১.

পাটজাত স্যানিটারী ন্যাপকিন ও শোষক তুলা উদ্ভাবন

স্বল্প খরচে পাট শোষক তুলা উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্য সম্মত এবং আরামদায়ক স্যানিটারী ন্যাপকিন তৈরী করা হয়েছে। স্বল্প খরচে পাট থেকে উদ্ভাবিত শোষক তুলা যাহা বহুমুখীভাবে ব্যবহারযোগ্য।

০২.

ওয়েটেবিলিটি টেস্টার মানোন্নয়ন

বিদ্যমান ওয়েটেবিলিটি টেস্টার মেশিনের মানোন্নয়ন করা হয়েছে। মানোন্নয়নের ফলে এই মেশিন দ্বারা সহজভাবে কাপড়ের পানি শোষক ক্ষমতা পরীক্ষা করা সম্ভব।

০৩.

জুট ফেল্ট উদ্ভাবন

পাট ও নিম্নমানের পাট থেকে জুট ফেল্ট প্রস্ত্ততের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যা থার্মাল ইনসুলেটিং, শব্দ শোষন, বৈদ্যুতিক ইনসুলেটিং, ওয়াল কভারিং হিসাবে ব্যবহার করা যাবে।

০৪.

জিওটেক্সটাইল

বিজেএমসি থেকে সরবরাহকৃত পাটের কাপড় রাবার এবং বিটুমিন দ্বারা ট্রিটমেন্ট করে জুট-জিওটেক্সটাইল প্রস্ত্তত করা হয়েছে। যা বিভিন্ন উদ্দেশ্যে যেমন-বাঁধ সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, সেচ খাল রক্ষাকরণ ইত্যাদি কাজে ব্যাপক ব্যবহারের সুযোগ রয়েছে।

০৫.

একটিভেটেড চারকল উৎপাদন পদ্ধতি

পাট খড়ি এবং পাটবর্জ্য থেকে একটিভেটেড চারকল উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।

০৬.

রিং ও রোটর স্পিনিং পদ্ধতিতে পাটের সঙ্গে অন্যান্য আঁশের সংমিশ্রনে সুতা তৈরীর পদ্ধতি উদ্ভাবন

বিভিন্ন বয়স ও জাতের  পাটের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম আশেঁর সংমিশ্রনে বিভিন্ন প্রকারের ব্লেন্ডেড সুতা তৈরী করা হয়েছে। প্রস্ত্ততকৃত সূতা দ্বারা নানা রকম কাপড় তৈরী করা হয়েছে।

০৭.

জুট কম্পোজিট

পাট এবং তুলার সমন্বয়ে তৈরীকৃত কাপড় রিইনফোর্সমেন্ট হিসাবে ও পলিয়েস্টার মেট্রিক্স মেটারিয়াল হিসাবে ব্যবহার করে জুট-পলিয়েস্টার কম্পোজিট তৈরী করা হয়েছে।

 

টেক্সটাইল ফিজিক্স বিভাগের ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা

স্বল্প মেয়াদী (২০২০ সাল পর্যন্ত)

ক)      ধাতু ও কাঠের পরিবর্তে পাটের ব্যবহার বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের নন-স্ট্রাকচারাল জুট কম্পেজিট তৈরী করা

              খ)       পাট ও পাট জাতীয় বিভিন্ন আঁশের বিভিন্ন ভৌত ও যান্ত্রিক গুনাগুন নির্ণয়ের জন্য বিদ্যমান ইক্যুইপমেন্ট ও

                        ইন্সট্রুমেন্টের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা

গ)       পাট ও পাট পন্যের বিভিন্ন পরীক্ষণ ও তাদের মানকে সর্বোচ্চ পর্যায়ের প্রমিতকরনের জন্য বিদ্যমান টেস্টিং ল্যাবরেটরীকে উন্নত পর্যায়ের আনা।

ঘ)       বিজেআরআই -এর কৃষি শাখা থেকে অবমুক্ত বিভিন্ন জাতের পাট আঁশ এবং বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিভিন্ন পাট আঁশের স্ট্রাকচারাল এবং নন-স্ট্রাকচারাল ভৌত গুনাগুন উপর কাজ করা।

             ঙ)       পাট  ও পাটের সম্বস্বয়ে তৈরী বহুবিধ পাটের সূতা ও কাপড়ের ভৌত-যান্ত্রিক গুনাগুন পরীক্ষা করা

মধ্যমেয়াদী (২০৩০ ইং সাল পর্যন্ত)

ক)      জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য স্বল্প ওজন ও স্বল্প মূল্যের বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরীর জন্য স্ট্রাকচারাল ও নন-ষ্ট্রাকচারাল পাটের কম্পোজিট তৈরী করা।

খ)       পাট ও পাট জাতীয় আঁশের বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ও ভৌত গুনাগুন পরীক্ষার জন্য বিভিন্ন ইক্যুইপমেন্ট ও ইনস্ট্রুমেন্টের উন্নয়ন করা।

গ)       পাট ও পাট পন্যের বিভিন্ন পরীক্ষার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ডিজিটাল টেস্টিং ল্যাবরেটরী স্থাপন করা

ঘ)       স্বল্প মূল্যের কেমিক্যাল, বায়ো কেমিক্যাল, মাইক্রোবিয়াল বিক্রিয়ায় মাধ্যমে পাটের সাথে অন্যান্য প্রাকৃতিক ও কৃত্রিম আঁশের মিশ্রণে তৈরী পাট আঁশের ভৌত গুনাগুনের মান উন্নয়ন করা।

ঙ)       পাট কাঠি ও বর্জ থেকে সক্রিয় পাটের চারকোল তৈরী করা।

দীর্ঘ মেয়াদী (২০৪০ ইং সাল পর্যন্ত)

ক)      দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য পাটের স্ট্রাকচারাল ও নন-স্ট্রাকচারাল কম্পোজিটের পাইলট স্কেল প্রডাকশন করা।

খ)       মধ্যমেয়াদী তৈরী বিভন্ন ইক্যুইপমেন্ট ও ইন্সট্রুমেন্টের পাইলট স্কেল প্রডাকশন করা।

গ)       আন্তর্জাতিক মানের (ISO) একটি আধুনিক ও উন্নত মানের কম্পিউটারাইজড টেস্টিং ল্যাবরেটরী স্থাপন করা।

ঘ)       Sophisticated টেক্সটাইল ও নকশাদার কাপড়ের পাইলট স্কেলে তেরী করা।

ঙ)       জুট-জিও টেক্সটাইল (ভূ-বস্ত্র) তৈরী করা।

 

টেক্সটাইল ফিজিক্স বিভাগ-এ কর্মরত বিজ্ঞানীদের তালিকাঃ

ক্রমিক নং

নাম ও পদবী

মোবাইল নম্বর

১.

মোঃ মোসলেম উদ্দিন, পিএসও

০১৭৩২৪৬৩৫৪৫

২.

ড. মোঃ মাসরুর আনোয়ার, পিএসও

০১৫৫২৩৪২২৩৩

৩.

ড. এম.এম.আলমগীর সাঈদ, পিএসও

০১৯১৩০৮৯২২৫

৪.

মোঃ আবুল খায়ের মোল্লা, এসএসও 

০১৮৩২৫৫২৪৪৮

৫.

সুইটি শাহিনূর, এসএসও (সিসি)

০১৭১০৮৯৪৫৮৩

৬.

মুহাম্মদ আব্দুলস্নাহ্ কায়সার, এসএসও (সিসি)

০১৫৫২৪২৫০৬০

৭.

শারমিন আক্তার,এসও

০১৭২১৮০৯০৯৭

৮.

মোঃ খোরশেদ আলম, এসও (সিসি)

০১৮১৯৮৫৯৫৪৯

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon