Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০২৩

জেটিপিডিসি উইং এর উদ্ভাবিত সাফল্যজনক প্রযুক্তিসমূহ

 

০১) প্রযুক্তির নামঃ

i) বিভিন্ন টেক্সটাইল অাঁশের ক্যামিকেল মোডিফিকেশনঃ

  • পাটকে রাসায়নিক প্রক্রিয়ায় উন্নীত করে তুলার কাছাকাছি গুন সম্পূর্ণ করা।
  •  স্থানীয় ভেড়ার লোমকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কটন প্রসেসিং সিস্টেমের উপযোগী করা

 

ii) পাট তুলার আনুপাতিক মিশ্রিনে বিভিন্ন ধরনের (কাউন্ট) সুতা তৈরী করা (রোটর ও রিং স্পিনিং এর মাধ্যমে)

  • 10S এর 20% Jute এর 80% cotton blended yarn
  • 10S এর 30% Jute এর 70% cotton blended yarn
  • 10s এর 40% Jute এর 60% cotton blended yarn
  • 10S এর 50% Jute এর 50% cotton blended yarn
  • 10S এর 60% Jute এর 40% cotton blended yarn
  • 10S এর 70% Jute এর 30% cotton blended yarn

 

  • 12S এর 20% Jute এর 80% cotton blended yarn
  • 12S এর 30% Jute এর 70% cotton blended yarn
  • 12s এর 40% Jute এর 60% cotton blended yarn
  • 12S এর 50% Jute এর 50% cotton blended yarn
  • 12S এর 60% Jute এর 40% cotton blended yarn
  • 12S এর 70% Jute এর 30% cotton blended yarn

 

iii) পাট, তুলা ও স্থানীয় ভেড়ার লোম এর সংমিশ্রনে সুতা তৈরী করাঃ

  • 10S এর 40% Jute এর 40% cotton এবং 20% Wool blended yarn
  • 12S এর 40% Jute এর 30% cotton এবং 30% Wool blended yarn

 

iv) পাট, তুলা এবং জুট সেল এর মাধ্যমে বিভিন্ন কাউন্টের সুতা তৈরী করাঃ

  • 10S এর 40% Jute এর 40% cotton এবং 20% Jute cell blended yarn
  • 16S এর 30% Jute এর 40% cotton এবং 30% Jute cell blended yarn

 

v) পাট, তুলা এবং উড সেল এর মাধ্যমে বিভিন্ন কাউন্টের সুতা তৈরী করাঃ

  • 12S এর 40% Jute এর 40% cotton এবং 20% Wood cell blended yarn
  • 16S এর 30% Jute এর 40% cotton এবং 30% Wood cell blended yarn

 

vi) পাট, তুলা মিশ্রিত  সুতা দ্বারা বিভিন্ন ধরনের কাপড় তৈরী করা

  • পাট, তুলা মিশ্রিত সুতা দ্বারা ১৬ ধরনের স্বল্প মূল্যের শপিং বেগ তৈরী করা।
  • পাট, তুলা মিশ্রিত সুতা দ্বারা বিভিন্ন ধরনের ডকোরেটিভ পর্দার কাপড় তৈরী করা।
  • পাট, তুলা মিশ্রিত সুতা দ্বারা বিভিন্ন ধরনের প্রিন্টেট পর্দার কাপড় তৈরী করা।
  • পাট, তুলা মিশ্রিত সুতা দ্বারা বিভিন্ন ধরনের Stripe পর্দার কাপড় তৈরী করা।
  • পাট, তুলা মিশ্রিত সুতা দ্বারা বিভিন্ন ধরনের বেড কভারের কাপড় তৈরী করা।

 

০২) প্রযুক্তির/গুনাগুন/বৈশিষ্ট্যঃ

i) পাট অাঁশকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে তুলার বিকল্প তৈরী করে টেক্সটাইল অাঁশ হিসাবে ব্যবহার উপযোগী করা হয়েছে।

ii) গরম কাপড় তৈরী করার কাজে ব্যবহৃত হতে পারে। 

iii) পাট, তুলা এবং দেশী ভেড়ার পশম মিশিয়ে উল সুতা তৈরী করা হয়েছে, এটি তুলনা মূলকভাবে শীতের পোশাক তৈরীর উপযোগী।

iv) পাট তুলা মিশ্রিত সুতা দিয়ে তৈরীকৃত স্বল্প মূল্যের শপিং ব্যাগ, হালকা, টেকসই দেখতে সুন্দর ও পরিবেশ বান্ধব।

v) শীত বস্ত্র হিসাবে ব্যবহার উপযোগী।

vi) মুজিব কোট তৈরীতে ব্যবহৃত হতে পারে।

vii) আমদানীকৃত তুলার উপর চাপ কমবে, ফলে অর্থনৈতিকভাবে দেশ লাভমান হবে।

viii) কটন সুতার বিকল্প হিসাবে ব্যবহার হতে পারে।

ix) বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পর্দার কাপড় ঘরের সুন্দর্য্য বহুলাংশে বৃদ্ধিতে সহায়ক হবে।

x) বিভিন্ন Design এরং Sofa cover droning  room এর সুন্দর্য্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

০৩) জেটিপিডিসি এর প্রযুক্তির সংক্ষিপ্ত বর্ণনাঃ

  • পাট আঁশকে কেটে ছোট ছোট টুকরো করে রাসায়িনিক প্রক্রিয়ায় উন্নীত করে তুলার সমতুল্য মান সম্পন্ন করা।
  • উন্নীত পাটকে তুলার সংগে চাহিদা বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুপাতে সংমিশ্রিত করা।
  • দেশী এবং তোষা পাট পৃথকভাবে রাসায়নিক প্রক্রিয়ায় উন্নীত করে তুলার সঙ্গে সংমিশ্রণে করিয়ে টেক্সটাইল দ্রব্য উৎপাদনে উপযোগিতা পরীক্ষা করা।
  • ঐ সংমিশ্রিত আঁশ দিয়ে Cotton processing system এ চিকন সুতা (যাকে কটন কাউন্টে পরিমাপ করা হয়) তৈরি করা।
  • বিভিন্ন কাউন্টের সুতার ভৌত ধর্ম পরীক্ষা সম্পন্ন করে তা দিয়ে বিভিন্ন রকমের উন্নত ফেব্রিক্স, শপিং ব্যাগ, বক্রম সহ টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে ব্যবহারোপযোগী দ্রব্যাদি উদ্ভাবন ও উৎপাদন করা।
  • উত্তরোত্তর গবেষণার মাধ্যমে আরও চিকন অথচ মজবুত সুতা, পাটের সংগে পশম ও অন্যান্য আঁশ সংমিশ্রন করানো।
  • উদ্ভাবিত ফেব্রিক্স এর রঞ্জন, নকশা করা এবং রঞ্জন গ্রাহীতা ও স্থায়িত্ব পরীক্ষা করা।
  • উৎপাদিত ফেব্রিক্স বহু বার ধুয়ে এর সংকোচন প্রসারণ ক্ষমতা, কোঁচকানো, আয়রনিং এফেক্ট, আকার-আকৃতির পরিবর্তন লক্ষে করা এবং ফেব্রিক্স/সুতাকে উন্নত করার জন্য গবেষণা করা।
  • পাটকে আধুনিক টেক্সটাইল দ্রব্যাদি উৎপাদনের উপযোগী কাঁচামাল হিসাবে পরিচিত করনো।
  • কুটির শিল্পের উপকরণ হিসাবে পাট সংমিশ্রিত সুতার ব্যবহার ও জনপ্রিয়তা যাচাই এবং ভোক্তাদের নিকট থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে দ্রব্যাদির মানোন্নয়ন।
  • গবেষণার এ ধারা এবং উদ্ভাবিত দ্রব্যাদি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি, দেশীয় কুটির শিল্পকে সহায়তা, গার্মেন্টস শিল্পকে সহযোগিতা প্রদান করা।