ফসল/জাত
|
অবমুক্ত সন
|
উৎপাদনের মৌসুম
|
বপন সময়
|
ফলন (টন/হেঃ)
|
জীবনকাল
(দিন)
|
বৈশিষ্ট্য
|
ক) বিজেআরআই উদ্ভাবিত দেশী পাট (Corchorus capsularis L. )
|
১) ডি-154-2
|
১৯৬১
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
৩০ চৈত্র
|
২.25-2.50
|
১২০-১৩০
|
গাছের কান্ড ও পাতা ঘন সবুজ, পাতা ডিম্বাকৃতির এবং দৈর্ঘ-প্রস্থের অনুপাত 2:1। বোঁটার উপরিভাগ হাল্কা তামাটে। অন্যান্য জাতের চেয়ে কান্ডের গোড়া অপেক্ষাকৃত মোটা। পরিণত বয়সে কান্ডের আগায় ও ডালে তামাটে রঙ দেখা দেয়। অধিকতর অভিযোজন ক্ষমতা সম্পন্ন।
|
২) সিভিএল-1
|
১৯৭৭
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
১৫ বৈশাখ
|
২.50-3.00
|
১২০-১৩০
|
গাছ সম্পূর্ণ সবুজ এবং পাতা বর্শাফলাকৃতির হয়। জাতটি উচ্চ ফলনশীল, সর্বাধিক জনপ্রিয় জাত।ক্লোরোসিস রোগ তুলনামুলকভাবে কম হয়।
|
৩) সিভিই-3
|
১৯৭৭
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
৩০ চৈত্র
|
2.12
|
১০৫-১১০
|
এ জাতের কান্ড সম্পূর্ণ সবুজ কিন্তু পাতার বোটার উপরিভাগ উজ্জ্বল তামাটে রঙ দেখা যায়। পরিণত বয়সে গাছের ডালে তামাটে রঙ দেখা যায়। পাতা হাল্কা সবুজ, সিভিএল-১ এর চেয়ে চিকন, ছোট ও বর্শাফলাকৃতি । অপরিপক্ক ফল লিচু বর্ণের।
|
৪) সিসি-45
|
১৯৭৯
|
খরিফ-১
|
১ ফাল্গুন-
১৫ বৈশাখ
|
২.50-2.75
|
১৩৫-১৮০
|
আগাম বপন উপযোগী, মধ্য ফেব্রুয়ারিতে বপন করলেও ফুল আসে না। কান্ড সবুজ, পাতা চওড়া উজ্জ্বল সবুজ ও ডিম্বাকৃতির লম্বাটে, বোঁটার উপরিভাগে হাল্কা তামাটে রঙ থাকে।এ গাছে ফুল আসতে ১৫০ দিনের অধিক সময় লাগে।
|
৫) বিজেআরআই দেশী পাট ৫
|
১৯৯৫
|
খরিফ-১
|
১চৈত্র -
১ বৈশাখ
|
২.40-2.60
|
১০৫-১১৫
|
আগাম বপন উপযোগী এবং দ্রুত বর্ধনশীল। গাছ সবুজ, পাতার বোঁটার উপরিভাগ অনুজ্জ্বল তামাটে লাল, পাতা ডিম্বাকৃতির এবং লম্বাটে।
|
৬) বিজেআরআই দেশী পাট 6
|
১৯৯৫
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
১৫ বৈশাখ
|
২.20-2.40
|
৯৫-১০০
|
গাছ সম্পূর্ণ সবুজ। আগাম পরিপক্ক, পাতা সিভিএল-১ জাতের চেয়ে চিকন ও পাতার ফলকের কিনারা ঢেউ খোলানো। বপনের ৯০-৯৫ দিনে ফুল আসে। তে-ফসলি শস্যক্রমের জন্য খুবই উপযোগী।
|
৭) বিজেআরআই দেশী পাট 7
|
২০০7
|
খরিফ-১
|
১ চৈত্র-
১ বৈশাখ
|
২.৫০-2.75
|
১০০-১১০
|
গাছ সম্পূর্ণ সবুজ। পাতাবল্লম আকৃতির, বীজের রঙ নীল, অন্যান্য দেশী জাতের চেয়ে ভিন্ন। আঁশ উজ্জ্বল সাদা বর্ণের, ফলে ব্লিচিং খরচ কম। আলু চাষের জমিতে এ জাত বপন না করাই ভাল।
|
৮) বিজেআরআই দেশী পাট 8
|
২০১৩
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
১৫ বৈশাখ
|
৩.০০
|
১১০-১১৫
|
এ জাতটি দ্রুত বর্ধনশীল, মধ্যম মাত্রা লবণাক্ততা সহিষ্ণু (8 ডি এস/মি) ও মোজাইক রোগ প্রতিরোধী। কান্ড হাল্কা লাল, পাতা লম্বা ও বল্লম আকৃতি, পাতার বোঁটার উপরিভাগ উজ্জ্বল তামাটে লাল এবং নিম্নভাগে বোঁটা ও ফলকের সংযোগ স্থলে আংটির মত গাঢ় লাল রংঙের গোল দাগ আছে।
|
৯) বিজেআরআই দেশী পাট 9
|
২০১৭
|
খরিফ-১
|
১৫ চৈত্র-
১ বৈশাখ
|
২.৬০-৩.০০
|
১০০-১১০
|
গাছ সবুজ। স্বল্প মেয়াদী জাত, পাতার বোর্টাঁর উপরিভাগ হালকা লাল রঙ, পাতা বল্লমাকৃতির, জাতটির আঁশ তুলতামুলকভাবে সাদা ও কম কাটিংস যুক্ত।
|
১০) বিজেআরআই দেশী পাট শাক 1
|
২০১৪
|
খরিফ-১ ও
খরিফ-২
|
১৫ ফাল্গুন-১৫ ভাদ্র
|
শাকঃ ৩.০০-৩.৫০
|
পাতাঃ ৩৫-৪৫
ফুলঃ ৪৫-৬০
|
গাছ সম্পূর্ণ সবুজ, ঝোপালো ও খর্বাকৃতির, কান্ড হালকা সবুজ ও শাখা-প্রশাখা বিশিষ্ট। পাতা বর্শা ফলাকৃতির ও গাঢ় সবুজ রঙের। পাতা সুস্বাদু। দেশী পাটের জাত হওয়া সত্ত্বেও পাতা তিতা নয়।
|
11) বিজেআরআই দেশী পাট শাক 2
|
2020
|
সারা বছর
|
15 ফাল্গুন- 15 কার্তিক
|
শাকঃ 3.00-3.50
|
পাতাঃ 35-45
ফুলঃ 45-50
|
স্বল্প মেয়াদী জাত, গাছ সম্পূর্ণ লাল, পাতা গাঢ় সবুজ রঙের। এ জাতের ‘ক্যানোপি’ কম হওয়ায় একক জায়গায় অধিক সংখ্যক গাছ থাকতে পারে। খর্বাকৃতির হওয়ায় জাতটি থেকে কোন আঁশ পাওয়া যাবে না। দেশি পাট জাত হওয়া সত্ত্বেও এ জাতের পাতা তিতা নয়। গাছের বয়স ৩০-৩৫ দিন হলে তখন থেকেই শাক সংগ্রহ করা যায়। বপনের সময় ভেদে এ জাতে ৪০-৫০ দিনের মধ্যে ফুল আসে এবং ৭০-৯০ দিনের মধ্যে বীজ পাওয়া যায়।
|
12) বিজেআরআই দেশী পাট শাক 3
|
2020
|
সারা বছর
|
15 ফাল্গুন- 15 কার্তিক
|
শাকঃ 3.00-4.00
|
পাতাঃ 35-45
ফুলঃ 30-35
|
স্বল্প মেয়াদী জাত, গাছ সম্পূর্ণ সবুজ, পাতা গাঢ় সবুজ রংএর। এ জাতের ‘ক্যানোপি’ কম হওয়ায় একক জায়গায় অধিক সংখ্যক গাছ থাকতে পারে। খর্বাকৃতির হওয়ায় জাতটি থেকে কোন আঁশ পাওয়া যাবে না। দেশি পাট জাত হওয়া সত্ত্বেও এ জাতের পাতা তিনা নয়। গাছরে বয়স ৩০-৩৫ দিনের মধ্যে হলে তখন থেকেই শাক সংগ্রহ করা যায়।বপনের সময় ভেদে এজাতে ৪৫-৫০ দিনের মধ্যে ফুল আসে এবং ৭৫-৯০ দিনের মধ্যে বীজ পাওয়া যায়।
|
13) বিজেআরআই দেশী পাট 10
|
2021
|
খরিফ-1
|
1 চৈত্র-
1 বৈশাখ
|
3.00
|
100-110
|
কান্ড সবুজ, পাতা ডিম্বাকৃতির লম্বাটে এবং পাতার বোঁটা সবুজ রঙের। স্বল্প মেয়াদী এবং মধ্যম মাত্রার লবণাক্ত (১২ ডিএস/মি.) সহিষ্ণু জাত। এ জাতটি হলুদ মাকড়ের আক্রমন সহিষ্ণু এবং তিন-ফসলা শস্যক্রমে ব্যবহার উপযোগী।
|
খ) বিজেআরআই উদ্ভাবিত তোষা পাট (Corchorus olitorius L.)
|
১) ও-4
|
১৯৬৭
|
খরিফ-১
|
১ বৈশাখ-
৩০ বৈশাখ
|
২.৩0-2.50
|
১২০-১৩৫
|
গাছ সম্পূর্ণ সবুজ, পাতা চিকন, উপরিভাগ মসৃন, হাল্কা সবুজ। উঁচু জমিতে বপনযোগ্য, বীজের রঙ নীলাভ সবুজ, উচ্চ ফলনশীল জাত।
|
২) ও-9897
|
১৯৮৭
|
খরিফ-১
|
১ চৈত্র -
১৫ বৈশাখ
|
২.৭0-3.00
|
140-155
|
গাছ সম্পূর্ণ সবুজ, আগাম বপনযোগ্য, পাতা লম্বা, চওড়া বর্শাফলাকৃতির, গোড়ার দিক থেকে আগার দিকে ক্রমান্বয়ে সরু হয়ে থাকে। কান্ড অপেক্ষাকৃত সিলিন্ড্রিক্যাল, বীজের রঙ সবুজ নীলাভ। উচ্চফলনশীল জাত। বীজের আকার ও-৪ জাতের চেয়ে ছোট।
|
৩) বিজেআরআই তোষা পাট 3
|
১৯৯৫
|
খরিফ-১
|
২৫ ফাল্গুন-
৩০ বৈশাখ
|
২.50-2.80
|
১40-১6০
|
গাছ সম্পূর্ণ সবুজ, আলোক সংবেদনশীলতা কম, আগাম বপনযোগ্য, আঁশ উন্নতমানের, পাতার আকার তুলনামুলকভাবে বেশ বড় এবং ডিম্বাকৃতির, পাতার উপরিপৃষ্ঠ উজ্জ্বল চকচকে। বীজের রঙ গাঢ় খয়েরি, উচ্চফলনশীল জাত।
|
৪) বিজেআরআই তোষা পাট 4
|
২০০২
|
খরিফ-১
|
১ চৈত্র -
১৫ বৈশাখ
|
২.60-3.00
|
140-155
|
গাছ সম্পূর্ণ সবুজ, দ্রুত বর্ধনশীল, পাতা ডিম্বাকৃতি ও হাল্কা সবুজ, বীজের রঙ নীলাভ সবুজ, আগাম বপনযোগ্য। এ জাতটি ও -9897জাতের চেয়ে এক সপ্তাহ আগে বপন করা যায়।
|
৫) বিজেআরআই তোষা পাট 5
|
২০০৮
|
খরিফ-১
|
১৫ চৈত্র -
১৫বৈশাখ
|
2.70-3.20
|
140-155
|
গাছ লম্বা, মসৃণ, দ্রুত বর্ধনশীল, কান্ড লাল বা লালচে, লালের পরিমান সূর্যালোকের তীব্রতার উপর নির্ভরশীল। পাতার বোঁটার উপর অংশ তামাটে লাল, উপপত্র স্পষ্ট লাল, পাতা লম্বা ও চওড়া, বীজের রঙ নীল, আঁশের রঙ উজ্জ্বল সোনালী।
|
৬) বিজেআরআই তোষাপাট 6
|
২০১৩
|
খরিফ-১
|
১৬ চৈত্র-
১ জ্যৈষ্ঠ
|
2.75
|
১৩৫-145
|
এ জাতটি আলোক সংবেদনশীল, গাছ সম্পূর্ণ সবুজ, পাতা লম্বা ও বল্লমাকৃতি। বীজের রং নীলাভ সবুজ, নাবীতে বপনোপযোগী, দ্রুত বর্ধনশীল, আগাম পরিপক্ক উচ্চফলনশীল। আঁশের মান ভাল এবং রং উজ্জ্বল সোনালী।
|
৭) বিজেআরআই তোষা পাট 7
|
২০১৭
|
খরিফ- ১
|
১চৈত্র -
১বৈশাখ
|
২.৭০- ৩.৩০
|
১40-155
|
পাতা সবুজ ডিম্বাকৃতির লম্বাটে ও উপরিভাগ চকচকে। বীজের রং নীলাভ সবুজ যা ওএম-১ জাত থেকে ভিন্ন রঙের। দ্রুত বর্ধনশীল ও আগাম কর্তনযোগ্য।
|
৮)বিজেআরআই তোষা পাট 8
|
২০১৯
|
খরিফ-১
|
১৫ চৈত্র -
১৫ বৈশাখ
|
৩.৩০-৩.৭০
|
100-110
|
গাছ লম্বা (প্রচলিত জাত অপেক্ষা গড় উচ্চতা ৩০-৩৫ সেমি বেশী),দ্রুতবর্ধনশীল, আলোক প্রাপ্তি সাপেক্ষে কান্ড তামাটে থেকে গাঢ় লাল বর্ণের হয়, কান্ড অপেক্ষাকৃত সিলিন্ড্রিক্যাল, উপপত্রস্পষ্টলাল, পাতাচকচকে,বীজেররঙগাঢ় নীলাভ সবুজ, আগাম কর্তনযোগ্য, ছালে ফাইবার বান্ডেলের ঘনত্ব বেশী, উচ্চফলনশীল, আঁশ অধিকতর উজ্জ্বল ও শক্ত।
|
গ) বিজেআরআই উদ্ভাবিত কেনাফ (Hibiscus cannabinus L.)
|
১) এইচসি-2
|
১৯৭৭
|
খরিফ-১
|
১ চৈত্র-
১৫ বৈশাখ
|
2.50-2.70
|
১50-165
|
কান্ড সবুজ আগার দিকে তামাটে লাল, কান্ড ও পাতায় রোম আছে, ফল ডিম্বাকৃতি, বীজ তিন কোণাকৃতি ধুসর বর্ণের। পাতা সবুজ এবং অখন্ড, পরিণত পাতার কিনারায় তামাটে লাল ছোপ থাকে। উঁচু নিচু সব জমিতেই বপন উপযোগী, দ্রুত বর্ধনশীল ও জলাবদ্ধতা সহিষ্ণু। আঁশ উজ্জ্বল। অধিক বায়োমাস সম্পন্ন এবং কাগজের মন্ড তৈরীর উপযোগী। ফুলের রঙ ক্রীম রঙ এর ভেতরে গাঢ় খয়েরী রঙ, উচ্চফলনশীল।
|
২) এইচসি-95
|
১৯৯৫
|
খরিফ-১
|
১ চৈত্র-
15 বৈশাখ
|
2.80-3.30
|
১৫০-১70
|
কেনাফ-এইচসি-২ এর চেয়ে অধিক বায়োমাস সম্পন্ন। আঁশ উজ্জ্বল। উঁচু, নিচু ও মাঝারি সব জমিতেই বপন উপযোগী। জলাবদ্ধতা সহনশীল। ফুলের রঙ ক্রীম রঙ এর ভিতরে হাল্কা হলুদ। পাতা ও কান্ড সম্পূর্ণ সবুজ। পাতা খন্ডিত ও করতলাকৃতি।
|
৩) বিজেআরআইকেনাফ 3
|
২০১০
|
খরিফ-১
|
১ চৈত্র-
৩০ বৈশাখ
|
2.60-3.00
|
১৫০-১7০
|
কান্ড সবুজ গাছের আগার দিকে অপেক্ষাকৃত মোটা ও অনেক পত্র উপপত্র থাকে। পরিণত বয়সে সূর্যের আলোতে কান্ড হাল্কা তামাটে রঙ ধারণ করতে পারে। দ্রুত বর্ধনশীল, দীর্ঘ বপনকাল, জলাবদ্ধতা সহিষ্ণু, অধিক ফলনশীল ও বায়োমাস সম্পন্ন। উঁচু, নীচু, পাহাড়ী, চরাঞ্চল ও উপকুলীয় অঞ্চলে বপন উপযোগী। ফুলের রঙ হাল্কা ক্রীম রঙের মাঝখানে গাঢ় খায়েরী রঙ। ফল ডিম্বাকৃতি, বীজ তিন কোনাকৃতি ধুসর বর্ণের। পাতা সবুজ, অখন্ড ও বট পাতার ন্যায়।
|
4) বিজেআরআইকেনাফ 4
|
২০১৭
|
খরিফ-১
|
১ চৈত্র-
৩০ বৈশাখ
|
2.80-3.30
|
140-160
|
কান্ড লাল, পাতার রঙ খয়েরি সবুজ ও করতলাকৃতি এবং পাতার বোঁটার উপরিভাগ লাল রঙ। দ্রুত বর্ধনশীল, দীর্ঘ বপনকাল, জলাবদ্ধতা সহিষ্ণু, অধিক ফলনশীল ও রোগ প্রতিরোধী ক্ষমতা কেনাফের অন্যান্য জাতের তুলনায় বেশী। আঁশের মান ভাল এবং রং মাখন সাদা। চরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বপন উপযোগী। ফুলের রঙ হাল্কা ক্রীম রঙের মাঝখানে গাঢ় খায়েরী রঙ। ফল ডিম্বাকৃতি, বীজ তিন কোনাকৃতি ধুসর বর্ণের।
|
ঘ) বিজেআরআই উদ্ভাবিত মেস্তা (Hibiscus sabdariffa L.)
|
১) এইচএস-24
|
১৯৭৭
|
খরিফ-১
|
১ চৈত্র-
৩০ বৈশাখ
|
2.40-2.70
|
১9০-২১০
|
কান্ড গাঢ় কালচে সবুজ, পর্বে বেগুণী ছোপ, কান্ডের গায়ে ঘন রোম আছে। পাতা করতলাকৃতি, গাঢ় সবুজ, ফুল হাল্কা হলদে রঙের ভেতরে মাঝখানে লালচে খয়েরী রঙের কেনাফের চেয়ে ছোট আকারের হয়ে থাকে। মেস্তার ফল ডিম্বাকৃতি ও শীর্ষভাগ সরু। ফলের রঙ লালচে দাগসহ হাল্কা সবুজ। বীজ কিডনি আকারের ও হাল্কা খয়েরি রঙ। এ জাতটি নেমাটোড প্রতিরোধী। উঁচু, মাঝারি-উঁচু, খরা পীড়িত চর এলাকার পতিত বেলে জমিতে বপনযোগ্য।
|
২) বিজেআরআইমেস্তা 2
|
২০১০
|
খরিফ-১
|
১ বৈশাখ -৩০ শ্রাবন
|
পাতাঃ ৬.০০-৭.০০
বৃতিঃ ২.০-২.৫০
|
১৮০-২0০
|
কান্ড তামাটে রঙের এবং শাখা প্রশাখা বিশিষ্ট। পাতা ও বৃতি টক ও সুস্বাদু। পাতা ও বৃতি তরকারী রান্না করে খাওয়া যায়। বৃতি দিয়ে জেলি, জুস, জ্যাম, আচার ইত্যাদি কনফেকশনারী খাদ্য সামগ্রী তৈরী করা যায় এবং টক রান্না করে খাওয়া যায়। কান্ড, পাতা ও ফলে কাটা ও রোম নাই। উঁচু, মাঝারী-উঁচু জমিতে এবং বাড়ীর আঙ্গিনায় চাষ করা যায়। পাতা খন্ডিত, ফুল ক্রীম রঙ এর ভিতরে গাঢ় খয়েরী রঙের। ফল গাঢ় লাল। ফল থেকে বৃতি সংগ্রহ করে খাওয়া যায়। খরা সহনশীল ও নেমাটোড প্রতিরোধী। জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বীজ থেকে ২০% খাবার তেল পাওয়া যায়।
|
3) বিজেআরআই মেস্তা3
|
2017
|
খরিফ-১
|
১ চৈত্র -
৩০ বৈশাখ
|
2.50-2.80
|
১৮০-২10
|
গাছ সম্পূর্ণ সবুজ ও মসৃণ। পাতার রং গাঢ় সবুজ ও করতলাকৃতির, ফুল ক্রিম রঙের, ফল ডিম্বাকৃতি ও মসৃণ। এ জাতটি তুলনামূলকভাবে খরা সহিষ্ণু, নেমাটোড প্রতিরোধী, কাঁটাবিহীন ও রোগমুক্ত।
|
|
|
|
|
|
|
|
|
|
|