আঞ্চলিক ও উপকেন্দ্রসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র ফরিদপুর। 1953 সাল থেকে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পাট উৎপাদনে বিবিধ কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রটি ফরিদপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফরিদপুর শহর থেকে 4 কি:মি: পশ্চিমে সদর উপজেলা কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত।
কেন্দ্রের দায়িত্বাবলী
▪ |
এগ্রো ইকোলজিক্যাল জোন 11 এর উপযোগী পাট উৎপাদনের উন্নত প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে কেন্দ্র এবং কৃষকের জমিতে পরীক্ষণ স্থাপন। |
▪ |
স্থানীয় সমস্যাভিত্তিক পাট ও বীজ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন। |
▪ |
আবহাওয়া ও জলবায়ু উপযোগী পাটের জাত উদ্ভাবন। |
▪ |
উদ্ভাবিত নতুন জাতের সারের মাত্রা নির্ধারণ এবং উৎপাদন ব্যয়ের সাথে আয়ের সমন্বয় স্থাপন। |
▪ |
পাট চাষের আন্তঃপরিচর্যা, রোগ ও পোকা মাকড় দমনের কার্যকরী ও অর্থনৈতিকভাবে লাভজনক প্রযুক্তি উদ্ভাবন। |
▪ |
অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ ও এনজিও এর সাথে প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে যোগাযোগ রক্ষা করা। |
▪ |
উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ প্রদান। |
▪ |
পাট ভিত্তিক শস্য পর্যায় এবং আয় ও ব্যয়ের সমন্বয় সাধন। |
▪ |
বিএডিসির চাহিদা মোতাবেক প্রজনন বীজ উৎপাদন। |
▪ |
টিিএল,এস বীজ উৎপাদন এবং কৃষক পর্যায়ে সরবরাহ। |