পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, চান্দিনা, কুমিলা জেলা সদর থেকে 20 কি:মি: পশ্চিমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পার্শ্বে চান্দিনা উপজেলা সদরে অবস্থিত। পাটের উপর বহুমুখী গবেষণা পরিচালনার জন্য 1964 সালে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। এ আঞ্চলিক কেন্দ্রটি মেঘনা পাড়ের দাউদকান্দি থেকে শুরু করে পূর্ব দিকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, হবিগঞ্জ, চট্রগ্রামের পাহাড়ী অঞ্চলের প্রতিনিধিত্ব করে। এই কেন্দ্রে মোট জমির পরিমান 26.25 একর।
কেন্দ্রের দায়িত্বাবলী
▪ |
অঞ্চলভিত্তিক পাট সম্পর্কিত গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। |
▪ |
পাট, কেনাফ ও মেস্তা ফসলের উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যেগবেষণা কার্যক্রম পরিচালনা লক্ষ্য করা। |
▪ |
বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত পাট, কেনাফ ও মেস্তা ফসলের উন্নত জাতসমূহের অত্র অঞ্চলে অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা। |
▪ |
পাট চাষসহ কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা। |
▪ |
বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত পাট ও পাটজাত ফসলের প্রজনন বীজ, মান ঘোষিত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ। |
▪ |
শস্যবিন্যাস কার্যক্রমের আওতায় ধান ও তৈল বীজ উৎপাদন ও বিএডিসিকে সরবরাহ করা। |