Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৩

জুট ফার্মিং সিস্টেমস্‌ বিভাগ

               

 

বিভাগঃ জুট ফার্মিং সিস্টেম্স বিভাগ

উইং কৃষি

বিভাগের উদ্দেশ্যঃ        

১। বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে উপযোগীতা যাচাই ও হস্তান্তর।

২। গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে পাট ও পাট জাতীয় ফসলের ফলন ব্যবধান (Yield Gap) হ্রাসের লক্ষ্যে গবেষণা পরিচালনা।

৩। পাট ও পাট জাতীয় আঁশ ও বীজ ফসল চাষে কৃষকের আর্থ-সামাজিক অবস্থা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়ন।

৪। পাট ভিত্তিক শস্য বিন্যাসে ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা পরিচালনা।

৫। প্লট প্রদর্শনী, জুট ভিলেজ ও জুট ব্লক স্থাপনের মাধ্যমে বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণ।

৬। প্রশিক্ষণ ও মাঠ দিবসের মাধ্যমে বিজেআরআই-এর বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিতকরণ।

 

জুট ফার্র্মি সিস্টেমস বিভাগ কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির তালিকা

 

ক্রমিক নং

প্রযুক্তির নাম

১।

উন্নত শস্য বিন্যাস: বোরো/পাট–রোপা আমন/সরিষা; বোরো–রোপাপাট–রোপা আমন/সরিষা

২।

উন্নতশস্যবিন্যাস: আলু-মুগ/কেনাফ-রোপাআমন

৩।

পাট ভিত্তিক চার ফসলী শস্যবিন্যাস: ভূট্টা-পাটশাক-পাট-ঢ়েড়স

৪।

গম ও পাট ফসল অন্তর্ভুক্তকরণের মাধ্যমে পটুয়াখালী অঞ্চলের জন্য উন্নত শস্যবিন্যাস: গম-পাট–রোপাআমন

৫।

উন্নত শস্য বিন্যাস: বোরো–পাট–রোপাআমন; বোরো/পাট–রোপাআমন; বোরো-পাট/রোপাআমন; বোরো–রোপাপাট–রোপাআমন।

৬।

পাটভিত্তিকচারফসলীশস্যবিন্যাসআলু–পাটশাক–পাট–রোপাআমন।

৭।

নাবী পাটবীজ অন্তর্ভুক্ত শস্য বিন্যাস পেঁয়াজ–পাট–নাবী পাটবীজ+ধনিয়া।

৮।

উন্নতজাত ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্তকরণের মাধ্যমে ভুট্টা–পাট–রোপা আমন শস্য বিন্যাসের উন্নয়ন।

৯।

কৃষি বনায়ন পরিবেশে নাবী পাট বীজ উৎপাদন প্রযুক্তি।

১০।

পাটেরজমিরজন্যপানিব্যবস্থাপনাপ্রযুক্তি।

১১।

উন্নতজাত ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্তকরণের মাধ্যমে মসুর–পাট–রোপাআমন শস্য বিন্যাসের উন্নয়ন।

১২।

আলু+লালশাক–পাট–রোপা আমন শস্যবিন্যাস।

১৩।

নাবী পাটবীজ অন্তর্ভুক্ত শস্য বিন্যাসরসুন–পাট–নাবীপাটবীজ+লালশাক।

১৪।

মসুর+সরিষা–পাট–মুগশস্যবিন্যাস।

১৫

গম+মসুর–পাট–মুগশস্যবিন্যাস।

১৬।

উন্নতজাত ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্তকরণেরমাধ্যমেরসুন–পাট–রোপাআমন শস্য বিন্যাসের উন্নয়ন।

১৭।

লাভজনকশস্য বিন্যাস:মরিচ+টমেটো+ধনিয়া–পাট–রোপাআমন।

১৮।

আলু+ডাঁটা–পাট–রোপাআমনশস্যবিন্যাস।

১৯।

আলু+লালশাক+মিষ্টিকুমড়া–পাট–মুলাশস্যবিন্যাস।

২০।

আলু–পাট–মুলা শস্যবিন্যাস।

২১।

আলু–পাট–রোপা আমন শস্যবিন্যাস।

২২।

গম–পাট–রোপা আমন শস্য বিন্যাসের প্রবর্তন।

২৩।

কৃষক পর্যায়ে প্রচলিত শস্যবিন্যাসের পরিবর্তে উন্নত শস্যবিন্যাস রসুন–পাট–পতিত এর প্রবর্তন।

২৪।

বৃষ্টি নির্ভর উচু জমিতে কৃষক পর্যায়ে প্রচলিত শস্যবিন্যাসের পরিবর্তে উন্নতশস্য বিন্যাস বেগুন–পাট–পতিত এর প্রবর্তন।