Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৩

মেকানিক্যাল প্রসেসিং বিভাগ

ক) ভূমিকাঃ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর মেকানিক্যাল প্রসেসিং  বিভাগ পাটের যান্ত্রিক প্রক্রিয়াজাতকরন কাজের সাথে জড়িত। তাছাড়া এই বিভাগ বিভিন্ন মেশিনারী উদ্ভাবন ও উন্নয়ন কাজ সহ বহুমুখী পাটজাতীয় পন্য উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহার কাজের সহিত জড়িত। এই বিভাগ তিনটি শাখার সমন্বয়ে গঠিত। এগুলো হলো-

  • স্পীনিং শাখা
  • উইভিং শাখা এবং
  • মেশিনারী ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স শাখা

 

ভালো মানের পাটের সূতা ও কাপড় উৎপাদনের লক্ষ্যে স্পীনিং এবং উইভিং শাখার গবেষণাগারে প্রযুক্তি/প্রসেস উদ্ভাবন করা হয়। তাছাড়া এই বিভাগ বিভিন্ন প্রকার জুট মেশিনারী উদ্ভাবন ও উন্নয়ন কাজ সহ জুট টেক্সটাইল মেশিনারীর মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। এরই মধ্যে এই বিভাগ বেশ কয়েক প্রকার পাট প্রসেসিং প্রক্রিয়া এবং মেশিনপত্রের উন্নয়ন সাধন করেছে। এগুলোর বেশির ভাগই বাংলাদেশ সরকারের পেটেন্ট অধিদপ্তর কর্তৃক স্বীকৃত।  

উদ্দেশ্যঃ

মেকানিক্যাল প্রসেসিং বিভাগ

  • গবেষণা পরিকল্পনা, পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে পরিচালক (কারিগরী)-কে সার্বিক সহায়তা প্রদান।
  • বিভাগীয় গবেষণা কার্যক্রমের সমন্বয় এবং প্রাপ্ত ফলাফলের বাস্তব প্রয়োগে সহায়তা প্রদান।
  • বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রযুক্তি আদান প্রদান ও মত বিনিময়ের মাধ্যমে পাট হতে টেকনিক্যাল টেক্সটাইলে ব্যবহারের জন্য আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী সূতা, ওভেন, নন ওভেন ও নিটেড কাপড় তৈরীর গবেষনা করা।

 

স্পীনিং শাখাঃ

  • পাট সূতা উৎপাদন সংক্রামত্ম বিভিন্ন প্রকার প্রসেসিং পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে সূতার উৎপাদন (Productivity) বাড়ানো, উৎপাদন খরচ(Production cost) কমানো ও গুনগত মান বৃদ্ধি করন।
  • পাটের সহিত এক্রাইলিক/পলিয়েসস্টার/রেয়ন/ভিসকোস/ভেড়ার পশম/ফ্ল্যাক্স/ধঞ্চিয়া/আনারসের আঁশ/কলার আঁশ/নারিকেলের আঁশ/সুপারির আঁশ ইত্যাদি ফাইবারের সংমিশ্রনে উন্নত মানের ও টেকসই বেস্নন্ডেড সূতা তেরী করন এবং গুনগত মান পরীক্ষণ।
  • বিভিন্ন এনজিও, সরকারী/বেসরকারী সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠান এর চাহিদানুযায়ী কারিগরী সেবা প্রদান।  
  • সরকারী-বেসরকারী বিভিন্ন জুট মিল/শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিজস্ব টেকনোলজী সম্পর্কে অবহিত করন এবং তাদের বিভিন্ন সমস্যা জানা ও সমাধান প্রদান।
  • পাট আঁশ এবং পাট সূতার ভৌত, যান্ত্রিক গুনাগুন পরীক্ষণ ও নিরূপন।

 

উইভিং শাখাঃ

  • গবেষণার মাধ্যমে পাটের সূতা বা পাট ও অন্যান্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফাইবারের বেস্নন্ডেড সূতা হতে বিভিন্ন ধরনের নতুন নতুন কাপড় বুননের মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি করা।
  • গবেষণা ও নবপ্রযুক্তি ব্যবহার করে পাটের কাপড়কে গুনগতভাবে আরও উন্নত ও ব্যবহার উপযোগী করা এবং কাপড়ের বিভিন্ন গুনগত মান পরীক্ষা করা।

 

মেশিনারী ডেভ: এন্ড মেইনটেনেন্স শাখাঃ

  • পাটের কারিগরী ও শিল্প গবেষনার জন্য বিভিন্ন ধরনের মেশিনারীর উন্নয়ন ও উদ্ভাবন।
  • কারিগরী উইং এর সকল মেশিনারী /ল্যাব ইকুপমেন্টের যথাযথ যান্ত্রিক রক্ষণাবেক্ষণ।

 

 

মেকানিক্যাল প্রসেসিং বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা

  1. পাটের সহিত এক্রাইলিক/পলিয়েসস্টার/রেয়ন/ভিসকোস/ভেড়ার পশম/ফ্ল্যাক্স/ধঞ্চিয়া/আনারসের আঁশ/কলার আঁশ/নারিকেলের আঁশ/সুপারির আঁশ ইত্যাদি ফাইবারের সংমিশ্রনে উন্নত মানের ও টেকসই বেস্নন্ডেড সূতা তেরী করন এবং গুনগত মান আঁশ।
  2. পাট ও পাট জাতীয় বিভিন্ন আঁশের মাধ্যমে সূতা প্রস্ত্ততের জন্য বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা।
  3. পাট ও পাট পন্যের উৎপাদনের বিভিন্ন পরীক্ষণ ও তাদের মানকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য বিদ্যমান স্পীনিং ল্যাবরেটরীকে উন্নত পর্যায়ে আনা।
  4. বিজেআরআই এর কৃষি শাখা থেকে অবমুক্ত বিভিন্ন জাতের পাট আশ এবং বানিজ্যিকভাবে প্রাপ্ত বিভিন্ন আঁশের মাধ্যমে সূতা উৎপাদন সহ এর যান্ত্রিক গুনাগুন উপর কাজ করা।
  5. পাট ও পাটের সমন্বয়ে তৈরী বহুবিধ পাটের সূতা ও কাপড়ের যান্ত্রিক গুনাগুন পরীক্ষা করা।
  6. আন্তর্জাতিক একটি আধুনিক ও উন্নত মানের কম্পিউটারাইজড স্পীনিং ল্যাবরেটরী স্থাপন করা।
  7. টেক্সটাইল ও নকশাদার কাপড়ের পাইলট স্কেলে তৈরী করা।

 

 

অনুমোদিত জনবল: মোট ৩৭ জন

কর্মরত জনবল: মোট ২৯ জন

মেকানিক্যাল প্রসেসিং বিভাগ

  • মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা –০১ জন
  • স্টেনোগ্রাফার- ০১ জন
  • অফিস সহায়ক-০১ জন

মোট = ০৩ জন

মেকানিক্যাল প্রসেসিং বিভাগ

  • মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা –০১ জন
  • অফিস সহায়ক-০১ জন

মোট = ০২ জন

 

স্পীনিং শাখা  

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক সহকারী - ০১ জন
  • স্পীনার- ০২ জন
  • সিনিয়র মেশিন অপারেটর- ০৬ জন
  • সহকারী মেশিন অপারেটর -০৩ জন

            মোট = ১৫ জন

স্পীনিং শাখা  

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • স্পীনার- ০২ জন
  • সিনিয়র মেশিন অপারেটর- ০৫ জন
  • সহকারী মেশিন অপারেটর -০২ জন

            মোট = ১২ জন

 

উইভিং শাখা

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক সহকারী -- ০১ জন
  • সিনিয়র উইভার- ০১ জন
  • সিনিয়র বীমার- ০১ জন
  • উইভার- ০১ জন
  • বীমার- ০২ জন

               মোট = ০৯ জন

উইভিং শাখা

  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক সহকারী -- ০১ জন
  • সিনিয়র বীমার- ০১ জন
  • উইভার- ০১ জন
  • বীমার- ০২ জন

               মোট = ০৭ জন

 

মেশিনারী ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স শাখা

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • হেড মেকানিক -০১ জন
  • হেড বয়লার মিস্ত্রী- ০১ জন
  • সিনিয়র মিল মেকানিক - ০১ জন
  • ফিটার - ০২ জন
  • ওয়েল্ডার - ০১ জন
  • বয়লার মিস্ত্রী- ০১ জন

মোট = ১০ জন

মেশিনারী ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স শাখা

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১ জন
  • সিনিয়র মিল মেকানিক - ০১ জন
  • ফিটার - ০২ জন
  • ওয়েল্ডার - ০১ জন
  • বয়লার মিস্ত্রী- ০১ জন

মোট = ৭ জন

 

 

শূণ্য পদের সংখ্যাঃ ০৯ জন

 

গ) মানব সম্পদ উন্নয়ন (২০২০-২১ অর্থ বছর) আমাদের কর্মকর্তা/কর্মচারীগণ দেশের অভ্যমত্মরে সেমিনার, ওয়ার্কশপ এবং বিভিন্ন ইন হাউজ প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করেছেন।

 

ঘ) উল্লেখযোগ্য কার্যক্রমঃ

  • হালকা ও পূন: ব্যবহার যোগ্য পাটের শপিং ব্যাগ উৎপাদন
  • জুট-কটন ইউনিয়ন ফেব্রিক প্রস্ত্ততকরন
  • পাট ও ভেড়ার লোম মিশ্রিত কম্বল তৈরী
  • পাট স্পীনিং শিল্পে গন্ধবিহীন ও অর্থ সাশ্রয়ী ভারডিওর ও রাফি অয়েলের ব্যবহার
  • পাটের কম্বল তৈরীকরন
  • পাট আঁশ ও ভেড়ার পশম মিশ্রিত করে সূতা তৈরী
  • রিং ও রোটর স্পিনিং পদ্ধতিতে পাটের সংগে অন্যান্ন আশের সংমিশ্রনে সূতা তৈরীর পদ্ধতি উদ্ভাবন

 

ঙ) উন্নয়ন প্রকল্পঃ প্রযোজ্য নয়

 

চ) অন্যান্য বিশেষ অর্জনঃ

Patent Registered: 04

  1. Conversion of flyer spinning system into ring spinning system. Patent No. 1003001, Bangladesh Gazette, 4th  Vol., P-7, July 27, 2000
  2. Design and fabrication of a fabric abrasion-testing machine. Patent No. 1002679, Bangladesh Gazette, 4th Vol., p-7, January 16, 1997.
  3. A process for the production of light - weight and reusable jute shopping bag. Patent No. 1004548
  4. Optimization of processing parameters of jute machinery for quality jute yarn with higher productivity. Patent No. 1004888

 

ছ) উল্লেখযোগ্য সাফল্যঃ

ক্রমিক নং

প্রযুক্তির নাম

গুনাগুন বৈশিষ্ট্য

নভোটেক্স ফারনিশিং ফেব্রিক

তুলা, পশম এবং কৃত্রিম আঁশের সহিত পাট আঁশ ব্যবহার করে নভোটেক্স কাপড় কৈরী করা হয়েছে। উৎপাদিত নভোটেক্স কাপড় গৃহসজ্জার কাপড় যেমন-দরজা ও জানালার পর্দা, বেড কভার, ওয়াল কভার, টেবির ক্লথ, মোটর গাড়ি, সোফা এবং চেয়ারের আচ্ছাদন ইত্যাদিতে ব্যবহার করা যাবে।

নভোটেক্স কম্বল

শুধু পাট এবং পাট আঁশের সঙ্গে ১০% এবং ২০% এক্রালিক মিশ্রনে নভেটেক্স কম্বল প্রস্ত্তত করা হয়েছে যার রং পাকা এবং তাপ ধারন ক্ষমতা সম্পন্ন।

নিম্নমানের পাটের মানোন্নয়ন

বাংলাদেশ উৎপন্ন পাটের ২৪-৪০ শতাংশ নিম্নমানের হয়ে থাকে যা ব্যবহার করা যায় না। এনজাইম ব্যবহারের মাধ্যমে অল্প খরচে এই পাটের মানোন্নয়ন করে পাট জাত পন্য উৎপাদনে ব্যবহার করার পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।

পাট থেকে উন্নত মানের জায়নামাজ

পাট থেকে স্বল্প মূল্যে তৈরী জায়নামাজ যাহা তুলা ও কৃত্রিম আঁশের জায়নামাজের বিকল্প হিসাবে ব্যবহারযোগ্য।

স্পিনিং মেশিন অপটিমাইজেশন

প্রচলিত মেশিন মানোন্নয়ন করে চিকন সূতা তৈরী করা হয়েছে। যা ব্যবহার করে উন্নত মানের বিভিন্ন পাট বস্ত্র তৈরী করা যায়।

জুট ফেল্ট উদ্ভাবন

পাট ও নিম্নমানের পাট থেকে জুট ফেল্ট প্রস্ত্ততের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যা থার্মাল ইনসুলেটিং, শব্দ শোষন, বৈদ্যুতিক ইনসুলেটিং, ওয়াল কভারিং হিসাবে ব্যবহার করা যাবে।

চিকন সূতা

পাটজাত দ্রব্যের বহুমূখী ব্যবহার, রপ্তানীযোগ্য পাটজাত পন্য উৎপাদনের লক্ষ্যে হালকা পাটবস্ত্র তৈরীর নিমিত্তে চিকন সূতা (১১০ টেক্স) উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।

অগ্নিরোধী পাট ও পাটজাত বস্ত্র উৎপাদন

সাধারণভাবে পাট আঁশ একটি দাহ্য পদার্থ। তাই ইহার ব্যবহার কিছুটা ঝুকিপূর্ণ। রাসায়নিক ট্রিটমেন্ট এর মাধ্যমে পাট আঁশ এবং বস্ত্রকে অগ্নীরোধী করা সম্ভব হয়েছে। উক্ত পাট আঁশ দিয়ে গাড়ীর বডি, ইনসুলেটিং পদার্থ, ম্যাট্রেস, পার্টিশন ওয়াল ইত্যাদি তৈরী করতে ব্যবহৃত হয়।

স্বল্প ব্যয়ে পলিথিন ব্যাগের বিকল্প পাটের ব্যাগ তৈরি

পরিবেশ দূষনকারী পলিথিন ব্যাগের বিকল্প পাটের ব্যাগ তৈরি পদ্ধতির উদ্ভাবন করা হয়েছে। প্রায় ৩০০ ব্যাবসায়ী প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

১০

প্রচলিত পদ্ধতিতে পাটের সঙ্গে অন্যান্য আঁশের সংমিশ্রনে সূতা তৈরীর পদ্ধতি উদ্ভাবন।

পাটের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম আঁশের প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন মানের বেন্ডেড সূতা তৈরী করা হয়েছে।