Wellcome to National Portal
  • 2024-08-27-09-16-ef8d9bfa8a0bd8ef90e6ab55a9b484ca
  • banner-single-building-new1
  • jute-plant3
  • jute-product-banner
  • jute-banner-pict
  • jute-production-banner
  • jute-small-plant
  • jute-plant2
  • banner-jute-plant
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৩

ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ

ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ

 

ডাইং এন্ড প্রিন্টিং বিভাগের কার্যাবলী

ডাইং এন্ড প্রিন্টিং বিভাগের অধীনে মোট ২টি ডিপার্টমেন্ট আছে-

১। ডাইং ডিপার্টমেন্ট

২। প্রিন্টিং ডিপার্টমেন্ট

 

বিভাগের সার্বিক উদ্দেশ্য:

  1. পাটের উপযোগী রং করার প্রযুক্তি উদ্ভাবনের সার্বিক গবেষণা কার্যক্রম প্রণয়ণ ও বাস্তবায়ন করা।
  2. আকর্ষণীয় পাটপণ্য তৈরীর জন্য উপযুক্ত (প্রাকৃতিক / কৃত্রিম) রং ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে জুট ফেব্রিক এর উপর রকমারী প্রিন্টের দ্বারা পাটকে বহুমূখী ব্যবহার করার প্রযুক্তি উদ্ভাবন করা।

 

ডিপার্টমেন্ট-এর  নামঃ ডাইং ডিপার্টমেন্ট

বিভাগের নাম: ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ

ডিপার্টমেন্টের উদ্দেশ্য:

  1. পাটের উপযোগী রং করার প্রযুক্তি উদ্ভাবনের সার্বিক গবেষণা কার্যক্রম প্রণয়ণ ও বাস্তবায়ন করা।
  2. মূল্য সংযোজিত আকর্ষনীয় পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে পাটআঁশ, পাটসূতা এবং পাটের কাপড়কে প্রাকৃতিক এবং কৃত্রিম রং এর সাহয্যে রং করার প্রযুক্তি উদ্ভাবন করা।
  3. বহুমূখী পাটপণ্য উৎপাদনের সাথে যুক্ত ব্যক্তি / প্রতিষ্ঠানকে পাটের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন কল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 

 

 

 

 

২। ডিপার্টমেন্ট-এর নামঃ প্রিন্টিং ডিপার্টমেন্ট

বিভাগের নাম: ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ

ডিপার্টমেন্টের উদ্দেশ্য:

  1. আকর্ষণীয় পাটপণ্য তৈরীর জন্য উপযুক্ত (প্রাকৃতিক / কৃত্রিম) রং ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে জুট ফেব্রিক এর উপর রকমারী প্রিন্টের দ্বারা পাটকে বহুমূখী ব্যবহার করার প্রযুক্তি উদ্ভাবন করা।
  2. প্রয়োজনীয় প্রিন্টিংয়ের মাধ্যমে পাটপণ্যের বহুমূখী ব্যবহার বাড়ানোর জন্য বহুমূখী পাটপণ্য উৎপাদনের সাথে যুক্ত ব্যক্তি / প্রতিষ্ঠানকে সার্বিক সহায়তা প্রদান করা যা দেশ ও বিদেশে বহুমূখী পাটপণ্য (Diversified Jute Products) বিপননের সুযোগ সৃষ্টি করবে।

ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ (ডিপার্টমেন্ট অনুযায়ী জনবল)

  • মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১ জন
  • অফিস সহায়ক-০১ জন

ডাইং ডিপার্টমেন্ট

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • এলএ-০১ জন

প্রিন্টিং ডিপার্টমেন্ট

  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা-০১ জন
  • এলএ-০১ জন

 

  • জনবলের সারসংক্ষেপ:

 

ক্রমিক নং

পদের নাম

সংখ্যা

০১।

মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা

০১ জন

০২।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

০২ জন

০৩।

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

০২ জন

০৪।

বৈজ্ঞানিক কর্মকর্তা

০২ জন

০৫।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

০১ জন

৬।

এলএ

০২ জন

৭।

অফিস  সহায়ক

১ জন

 

মোট

 

১১ জন